ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ছে পর্যটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ছে পর্যটক ত্রিপুরায় বাড়ছে পর্যটক/ছবি- বাংলানিউজ

আগরতলা: দেশি-বিদেশি পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে ত্রিপুরার রাজধানীসহ রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলো। তাই দিনদিন রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বাড়ছে।

২০১৬-১৭ অর্থবছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ত্রিপুরার রাজ্যে দেশি-বিদেশি পর্যটক এসেছেন মোট ৯৯ হাজার ৮শ’ ৭৮ জন। এর মধ্যে নভেম্বর মাসে বিদেশি পর্যটক এসেছেন ২ হাজার ৮শ’ ৫০ জন।

সব মিলিয়ে এ মাসে রাজ্যে মোট পর্যটক এসেছেন ৪৪ হাজার ৮শ’ ৪৫ জন।

পরবর্তী মাসে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩৩ জন। যেখানে দেশি পর্যটক ছিলেন ৫১ হাজার ৯শ’ ৪৬ জন। আর বিদেশি পর্যটক ছিলেন ৩ হাজার ৮৭ জন।  

সরকারের পর্যটন দফতর সূত্রে জানা যায়, পর্যটকরা মূলত রাজধানী আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের ত্রিপুরা স্টেট মিউজিয়াম, ঊনকোটি পাহাড়ের প্রাচীন মূর্তী, মেলাঘরের নীরমহল, বক্সনগরের বৌদ্ধ স্তূপের প্রাচীন ধ্বংসাবশেষ, উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির, গোবিন্দ মানিক্যের রাজ প্রাসাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মালঞ্চ নিবাস, জম্পুই পাহাড়, পিলাকের প্রাচীন মূর্তী ইত্যাদি।  

এদিকে পর্যটকদের পদচারণা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।