ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চোরাই কাঠ জব্দ করছে ত্রিপুরার বন দফতর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
চোরাই কাঠ জব্দ করছে ত্রিপুরার বন দফতর চোরাই কাঠ জব্দ করছে ত্রিপুরার বন দফতর-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা সরকারের বন দফতর কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত অভিযানে চোরাই কাঠ জব্দ করছেন বন দফতরের কর্মকর্তারা।

বন দফতর সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে রাজ্যজুড়ে অভিযান চালিয়ে বনকর্মীরা জব্দ করেছে প্রায় ১ হাজার ২ কাম (কাঠ পরিমাপের স্থানীয় একক) কাঠ। এর বাজার মূল্য ৫৪ লাখ ৭৫ হাজার ১শ’ ৫২ রুপি।

২০১৪-১৫ অর্থবছরে অভিযান চালিয়ে বন দফতরের কর্মীরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ৮শ’৮৬ কাম কাঠ জব্দ করেছে। যার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ১৭ হাজার ৯শ’ ৩২ রুপি।

২০১৫-১৬ অর্থবছরে রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বন দফতর প্রায় ১ হাজার ২শ’৯৭কাম কাঠ জব্দ করেছে। এর মূল্য প্রায় ৭২ লাখ ৭৩ হাজার ৯শ’৬২ রুপি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭ 
এসসিএন/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।