ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সড়ক দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ দিচ্ছে ত্রিপুরার ট্রাফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সড়ক দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ দিচ্ছে ত্রিপুরার ট্রাফিক ট্রাফিক বিভাগের পক্ষে আগরতলার উমাকান্ত একাডেমির ছাত্রদের ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়

আগরতলা: প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ অকালে চলে যায়। নির্মম সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের অবগত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরার ট্রাফিক বিভাগ।  

এরই অংশ হিসেবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ট্রাফিক বিভাগের পক্ষে আগরতলার উমাকান্ত একাডেমির ছাত্রদের ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রথমে মাঠে দাঁড়িয়ে ট্রাফিক এসপি স্মৃতিরঞ্জন দাসসহ অন্যান্য কর্মকর্তারা ট্রাফিক আইনসহ রাস্তা পারাপারের নিয়ম সম্পর্কে বুঝিয়ে বলেন।

পরে রাজধানীর যানবাহন চলাচলকারী ব্যস্ত রাস্তায় কী করে কালো-সাদা দাগ দেওয়া জেব্রা ক্রসিং দিয়ে পায়ে হেঁটে যেতে হয় তা দেখিয়ে দেন।

এসপি স্মৃতিরঞ্জন দাস জানান, ত্রিপুরা ট্রাফিক বিভাগের বিশ্বাস এভাবে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিলে তারা নিজেরা নিরাপদে রাস্তা পারাপার হবেন এবং অন্যদের নিয়ম মেনে রাস্তা পারাপার হতে শিখিয়ে দেবেন। পাশাপাশি ট্রাফিক বিভাগও রাস্তায় চলতি সাধারণ মানুষদেরও রাস্তা পারাপারের নিয়ম শিখিয়ে দিচ্ছে।

এতে করে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন এসপি স্মৃতিরঞ্জন দাস।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।