ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপি’র উদ্যোগে আগরতলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বিজেপি’র উদ্যোগে আগরতলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) আগরতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
 
 

কিছুদিন আগে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের এক সদস্য তথা বিলেজ কাউন্সিলের নির্বাচিত সদস্য চান্দমোহন জমাতিয়া দুষ্কৃতিকারীদের হাতে খুন হন। বিজেপি’র অভিযোগ তাকে খুন করেছে শাসক দলের গোয়েন্দারা।

এজন্য দলটি সিবিআই তদন্তের দাবি জানায়।  

এ খুনের প্রতিবাদে ও বিজেপি’র অন্য কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে আগরতলার আস্তাবল ময়দানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।  

তিনি বলেন- আগামী বছর ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে যে পরিবর্তন এনেছেন এখন সবাই তা অনুকরণ করছেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক রাম মাধব সহ দলের ত্রিপুরা রাজ্যের নেতারা।

সভায় ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী সুরজীত দত্ত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭ 
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।