ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চেস বক্সিংয়ে ত্রিপুরার দুই খোলোয়াড়ের রৌপ্য জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
চেস বক্সিংয়ে ত্রিপুরার দুই খোলোয়াড়ের রৌপ্য জয় চেস বক্সিংয়ে ত্রিপুরার দুই খোলোয়াড়ের রৌপ্য জয়-ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের মুম্বাই শহরে জাতীয় স্কুল অ্যান্ড কলেজ ফেডারেশন কাপ ও চেস বক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০১৬-২০১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে ত্রিপুরা রাজ্যের বিজন কৃষ্ণ জমাতিয়া নামে এক খেলোয়াড় দু’টি রৌপ্য পদক ও নীতিশ কুমার ভৌমিক একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে ১৬ জন খেলোয়াড় অংশ নেয়।

প্রতিযোগিতাটি গত মাসের ১০ থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পদক জয়ীরা আগরতলা এসে পৌঁছায় এবং মিডিয়ার সামনে পদক ও সার্টিফিকেট তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসসিএন/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।