ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সংঘর্ষে তিনজনের মৃত্যুর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ত্রিপুরায় সংঘর্ষে তিনজনের মৃত্যুর অভিযোগ ত্রিপুরায় সংঘর্ষে আহত ব্যক্তি-ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার মনুঘাটের চিতাবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে একদল পাচারকারী গরু পাচার করছিল।

এসময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দিতে গেলে জওয়ানদের উপর চড়াও হয়।

বিএসএফ জওয়ানরাও এসময় পাল্টা জবাব দেয়। এতে একজন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়। বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে তিনজনের মৃত্যু ও আরও দু’জন আহত হন। আহত সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তিনজনের মধ্যে একজন নারীও রয়েছেন। নিহতরা হলেন সুরলক্ষ্মী (২৯), মিন কুমার (৩৫) ও কুমার (৩০)। ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এদিকে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। আগরতলা থেকে বিএসএফ কর্মকর্তারাও সাব্রুম যাচ্ছেন বলে জানা গেছে।

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি এ ঘটনার নিন্দা জানায় ও এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি করেন।

এর প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) আধাবেলা সাব্রুম শহরে হরতালেরও ডাক দিয়েছে সিপিআই (এম) দল।

বাংলাদেশ সময়:২৩৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।