ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সড়ক সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আগরতলায় সড়ক সুরক্ষা বিষয়ক আলোচনা সভা আগরতলায় সড়ক সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

আগরতলা: ভারত সরকারের পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এবং ত্রিপুরা সরকারের পরিবহন দফতরের যৌথ উদ্যোগে সড়ক সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) আগরতলা টাউন হলে এই আলোচনা সভা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন, রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ত্রিপুরা পুলিশের ডিআইজি উত্তম ভৌমিক, পুলিশের ট্রাফিক শাখার এসপি রথিরঞ্জন দেবনাথ, ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের মুখ্যবাস্তুকার সুব্রত বনিক প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সচেতনভাবে গাড়িসহ পথচারীরা চলাফেরা করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।

এদিনের আলোচনা সভায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের যান চালকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসসিএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।