ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
আগরতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত আগরতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

আগরতলা: পশ্চিমবঙ্গের পর দেশের উত্তরপূর্বের প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে বামফ্রন্টকে হটাতে আগরতলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে আগরতলা টাউন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তৃনমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

বক্তব্যে রোজভ্যালির প্রসঙ্গ টেনে মুকুল রায় বলেন, যদি পশ্চিমবঙ্গের নেতারা রোজভ্যালি কর্তার সঙ্গে ছবি তোলার জন্য জেলে যেতে পারেন তবে ত্রিপুরা রাজ্যের সব মন্ত্রীর সঙ্গে সখ্যতার জন্য সিবিআই এসে জেরা করবে না কেন?

এ সময় তিনি ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনাও করেন।

সভায় উপস্থিত ছিলেন- দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি আশিষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণসহ অন্যান্য বিধায়ক, নেতা ও সহকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।