ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা জুড়ে শনিবার পালিত হচ্ছে বাংলা নববর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ত্রিপুরা জুড়ে শনিবার  পালিত হচ্ছে বাংলা নববর্ষ আগরতলায় ননবর্ষের হালখাতা। ছবি: সুদীপ

আগরতলা: শনিবার (১৫ এপ্রিল) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ ভারতের বাঙালি প্রধান বাজ্যগুলোতে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৪। প্রতিবছরের মতো এবছরও শুক্রবার (১৪ এপ্রিল) রাতে আগরতলার সাংস্কৃতিক সংস্থা কাব্যলোকের উদ্যোগে হয় বর্ষবিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান।

বছরের প্রথম দিন বাঙালি হিন্দু ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গনেশের পূজা দিয়ে হালখাতার সূচনা করেন। বড় বড় ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠানে পূজা করেন।

আর যাদের সামর্থ কিছুটা কম তারা বিভিন্ন মন্দিরে গিয়ে হালখাতার পূজা করিয়ে ব্যবসার সূচনা করেন।

নববর্ষ উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে সকাল থেকে পূণ্যার্থীদের ভিড় জমেছে। বছরের প্রথম দিন কেউ পূজা দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন, আবার ব্যবসায়ীরা এখানে হালখাতায় পূজা দিয়ে ব্যবসা শুরু করেন। এ উপলক্ষে মন্দিরের বাইরে একদিনের মেলাও বসেছে।   কোন কোন এলাকায় চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসসিএন/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।