ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আরবিআই আগরতলা শাখার সামনে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবিআই আগরতলা শাখার সামনে বিক্ষোভ আরবিআই আগরতলা শাখার সামনে বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককে বেসরকারিকরণ, সংযুক্তিকরণ, স্বেচ্ছায় অবসরের মাধ্যমে কর্মী সঙ্কুচন, অলাভজনক ব্যাঙ্ক শাখাগুলিকে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে ইউনাইটেউ ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস্।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া'র (আরবিআই) গভর্নর উরজিৎ প্যাটেল এই বিষয়গুলিকে সমর্থন জানিয়ে সম্প্রতি ওয়াশিংটনের এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে ইউনাইটেউ ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস্।

এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি মঙ্গলবার (০৯ মে) বিকেলে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার বিকেলে আরবিআই'র আগরতলা শাখার সামনে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা বিক্ষোভ করে উরজিৎ প্যাটেলের বক্তব্যের নিন্দা জানায়।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।