ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
ত্রিপুরায় উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ত্রিপুরায় উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

আগরতলা: বুধবার (১০ মে) শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যজুড়েও উদযাপিত হচ্ছে এ বুদ্ধ পূর্ণিমা।

ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে। এ দিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে পূণ্যার্থীদের ভিড় ছিল লক্ষ্য করা মত।

শুরুতে হয় বুদ্ধপূজা, বুদ্ধের বাণী পাঠ ও প্রার্থনা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ মন্দিরে এসে ধূপ ও মোম জ্বালিয়ে প্রার্থনা করেন।

বৌদ্ধ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও মন্দিরে সামিল হন। এই উপলক্ষে বেনুবন বিহারের সামনে আয়োজন করা হয়েছে মেলার।

আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায়ও উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বিভিন্ন স্থানে শোভাযাত্রাও বের করা হয়েছে। অনেক জায়গায় হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসসিএন/এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।