ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ত্রিপুরায় সেনা জওয়ান নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ১০, ২০১৭
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ত্রিপুরায় সেনা জওয়ান নিহত

আগরতলা: আবারো জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিহত হলেন ত্রিপুরা রাজ্যের এক সেনা জওয়ান।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় আসাম রাজ্যের চিরাং জেলায় স্থানীয় এনডিএফবি (এস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে সশস্ত্র সীমা বল (এসএসবি) বাহিনীর নায়েক সুবেদার অমল সরকার নিহত হন। এ সময় এক জঙ্গির মৃত্যু হয়।

শহিদ জওয়ানের বাড়ি রাজ্যের দক্ষিণ জেলার বাইখোড়া এলাকার জগন্নাথ পাড়ায়। এ খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অমল সরকারে বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রীসহ তিন কন্যা ও দুই ভাই রয়েছেন।

খবর পেয়ে বাড়ির লোকজনদের মধ্যে চলছে শোকে মাতম। বড় মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দ্বিতীয় মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ও ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১১ মে) তার মরদেহ বাড়ি এসে পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসসিএন/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।