ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা নারী পুলিশের ১৩তম পাসিং আউট অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
ত্রিপুরা নারী পুলিশের ১৩তম পাসিং আউট অনুষ্ঠিত ত্রিপুরা নারী পুলিশের ১৩তম পাসিং আউট অনুষ্ঠিত

আগরতলা: পশ্চিমজেলার নরসিংগড় এলাকার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ত্রিপুরা নারী পুলিশের ১৩তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অনুষ্ঠান শুরুতে মুখ্যমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ কর্মীদের পরিদর্শনের পর তাদের আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন।

পরে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যে সব নতুন নারী পুলিশকর্মী শপথ নিয়েছেন তারা তাদের কর্মজীবনের প্রতিটি মুহূর্তে স্মরণে রেখে কাজ করবে।

অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক এ কে শুক্লাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।