ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আসামে নিহত জওয়ানের মরদেহ ত্রিপুরায় পৌঁছেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
আসামে নিহত জওয়ানের মরদেহ ত্রিপুরায় পৌঁছেছে আসামে নিহত জওয়ানের মরদেহ ত্রিপুরায়

আগরতলা: আসামে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বরোল্যান্ড (এনডিএফবি)-এর সঙ্গে সংঘর্ষে নিহত সশস্ত্র সীমান্ত বল (এসএসবি) বাহিনীর জওয়ান অমল সরকারের মরদেহ ত্রিপুরায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প্লেনে করে তার মরদেহ আগরতলায় পৌঁছায়।

বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান পশ্চিম জেলার শাসক মিলিন্দ রামটেক, সদর মহকুমার শাসক সমিত রায় চৌধুরী, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্শী, এসএসবি বাহিনীর ডিআইজি সৌরভ ত্রিপাঠীসহ পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা।

এরপর তার মরদেহ দক্ষিণ জেলার বাইখোড়া এলাকায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গান স্যালুটের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হবে।

গত মঙ্গলবার (৯ মে) আসামে এনডিএফবি (এস) বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসসিএন/আরআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।