ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিলোনিয়া সীমান্ত থেকে নাইজেরীয় যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিলোনিয়া সীমান্ত থেকে নাইজেরীয় যুবক আটক

আগরতলা: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে বিলোনিয়া সীমান্ত থেকে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় দিনগত রাত ১২টার দিকে দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার মুহুরীপুর দিয়ে যাওয়ার সময় ঈষাণ চন্দ্রনগর বিও পির জওয়ানরা তাকে আটক করে।

আটক নাইজেরীয় নাগরিকের নাম বেইক আসরু ওয়াশিংটন।

রাতভর জিজ্ঞাসাবাদের পর বিএসএফ তাকে বুধবার (১৭ মে) বিলোনিয়া থানার হাতে তুলে দিয়েছে।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠাবে। বিলোনিয়া মহকুমা দিয়ে এর আগেও একাধিক নাইজেরীয় যুবক ধরা পড়েছে বিএসএফ'র হাতে। তারা এখন বিলোনিয়া কারাগারে রয়েছে। কেন এই সীমান্ত বারবার বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা, বিশেষ করে নাইজেরীয়রা তা জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।