ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শিক্ষা দফতরে ১২ হাজার নতুন নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ত্রিপুরায় শিক্ষা দফতরে ১২ হাজার নতুন নিয়োগ

আগরতলা: ত্রিপুরায় শিক্ষা দফতরের বিভিন্ন পদে মোট ১২ হাজার নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার (১৭ মে) মহাকরণের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী।

এর মধ্যে একাডেমিক কাউন্সিলর পদে মোট এক হাজার দুইশ' জনকে নিয়োগ করা হবে, তাদের বেতন প্রথম অবস্থায় ১২ হাজার রুপি দেওয়া হবে।

স্টুডেন্ট কাউন্সিলর পদে তিন হাজার চারশ' জন নিয়োগ করা হবে, স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে এক হাজার পাঁচশ 'জনকে নিয়োগ করা হবে, এ দুই স্তরের কর্মচারীদের প্রথম পর্যায়ে বেতন দেওয়া হবে প্রায় ১০ হাজার পাঁচশ' রুপি করে।

এছাড়া হোস্টেল ওয়াডেন পদে তিনশ' জন এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচ হাজার ছয়জন কর্মী নিয়োগ করা হবে। এসব পদের জন্য প্রাথমিকভাবে আট হাজার পাঁচশ' রুপি দেওয়া হবে।

খুব দ্রুত এসব পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসসিএন/এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।