ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বন্যায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ত্রিপুরায় বন্যায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

আগরতলা: টানা বর্ষণে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাগাতার বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকায় মাটির দেওয়াল ধসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এর মধ্যে রাজ্যের ধলাই জেলার কমলপুর এলাকায় একই পরিবারের তিনজন রয়েছেন।  

অপরদিকে বৃষ্টিতে ঊনকোটি জেলার কৈলাশহরে মাটির দেয়াল চাপায় আমির আলি (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়া শান্তিপুর এলাকায় অপর একটি কাঁচা ঘর ভেঙে অঞ্জন দাস (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি মোকাবেলায় মহকুমায় তিনটি ত্রাণশিবির খোলা হয়েছে।  

ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায়ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহকুমার প্রায় দেড়শ’ পরিবারের মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।  

তাদেরকে মোট তিনটি শিবিরে রাখা হয়েছে বলে প্রশাসনের তরফে বাংলানিউজকে জানিয়েছেন মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) বনজ বিপ্লব দাস।  

বন্যা দুর্গতদের উদ্ধারে উদ্ধারকারী বাহিনী কাজ করছে। তারা বন্যা দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসছেন।
দুর্গত এলাকা পরিদর্শন করেছেন কুমারঘাট মহকুমার মহকুমা শাসক (এসডিএম) জে ভি দোয়াত। তিনি বাংলানিউজকে জানান, বন্যা দুর্গতদের মহকুমা প্রশাসনের তরফে খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অতিবৃষ্টিতে ভূমি ধসে ৪৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়, পরে রাস্তা পরিষ্কার করে আবার যান চলাচল স্বাভাবিক করা হয়।  

ক্ষতিগ্রস্তদের বাড়ির মালিকদেরকে ৯৫ হাজার রুপি করে সরকারি তরফে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান এস ডি এম।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।