ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যৌথ টিমের বর্ডার হাটের স্থান পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ত্রিপুরায় যৌথ টিমের বর্ডার হাটের স্থান পরিদর্শন একটি বর্ডার হাটের ফাইল ফটো

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম ও সিপাহীজলা জেলার কসবা এলাকায় বর্ডার হাটের পর এবার রাজ্যের উত্তরজেলার ধর্মনগরে বাংলাদেশ সীমান্তের ভাগ্যপুর এলাকায় আরো একটি বর্ডার হাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশ সরকার।

এ বিষয়ে সোমবার (৫ জুন) উভয় দেশের যৌথ দল বর্ডার হাটের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ও সীমান্ত এলাকায় বৈঠক করেন। কোন জায়গায় হাট স্থাপন করলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে তা নিয়ে আলোচনা করেন।

এদিন ভারতীয় দলে উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী জেলাশাসক বিমল রিয়াং, কাস্টম সুপারিনটেন্ট হিরণ্ময় দত্ত এবং ঢাকা স্থিত ভারতের হাই কমিশনের দ্বিতীয় সচিব শিশির কুঠারী।

বাংলাদেশে তরফে ছিলেন মৌলভীবাজার জেলার এ ডি এম মির মোহম্মদ মাহাবুব রহমানসহ আরো দুই জন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।