ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশ ৬৭.৩৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশ ৬৭.৩৮ শতাংশ সংবাদ সম্মেলনে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার শতকরা ৬৭ দশমিক ৩৮ ভাগ। 

মঙ্গলবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির দেব ফল ঘোষণা করেন।  

এ বছর নিয়মিত পরীক্ষার্থী ছিল মোট ৩৭ হাজার দুই’শ ৬২ জন।

প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম দশজনের তালিকায় মোট ১৮ জন স্থান করে নিয়েছে।  

জেলাভিত্তিক সবচেয়ে বেশি পাস করেছে দক্ষিণ জেলা থেকে, পাসের হার শতকরা ৭৫ দশমিক ৬৫ ভাগ। সবচেয়ে কম পাসের হার খোয়াই জেলায়, পাসের হার ৫৬ দশমিক ০৪ শতাংশ।

এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১৪ দৃষ্টি প্রতিবন্ধীর সবাই পাশ করেছে। এর মধ্যে ৭ জন ছাত্র ও ৭ জন ছাত্রী। তাদের মধ্যে প্রথম বিভাগে ২ জন, দ্বিতীয় বিভাগে ৭ জন এবং তৃতীয় বিভাগে পাশ করেছে ৫ জন।  

পরীক্ষায় মোট ৭শ’ নম্বরের মধ্যে ৬শ’ ৮৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর শিশু বিহার স্কুলের অর্ণব চৌহান।  

মাধ্যমিকের পাশাপাশি এদিন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাদরাসা আলিম পরীক্ষারও ফল প্রকাশিত হয়েছে। এ বছর মাদরাসা আলিম পরীক্ষায় অংশ নেওয়া ৩৫ পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে ছাত্র ছিলো ২৯ জন ও ছাত্রী ছিল ৬ জন।  

আগামী বছর থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি।

সংবাদ সম্মেলনে সভাপতি ছাড়াও পর্ষদের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসসিএন/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।