ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ছুটি না পেয়ে বিএসএফ জওয়ানের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ছুটি না পেয়ে বিএসএফ জওয়ানের আত্মহত্যা

আগরতলা: ছুটি না পেয়ে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন পি কে রাজা নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান।

মঙ্গলবার (০৬ জুন) দুপুরে ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ভগিরতপাড়া এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় গুলির শব্দ শুনে ছুটে আসেন ব্যাটালিয়ানের অন্যান্য জওয়ানরা।

ওই জওয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গন্ডাছড়া থেকে আগরতলায় নিয়ে আসার সময় রাস্তায় মারা যান জওয়ান পি কে রাজা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছুটির আবেদন জানিয়ে ছুটি না পেয়ে হতাশায় ভুগছিলেন ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ভগিরতপাড়া এলাকার সীমান্তে কর্তব্যরত ১১০ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান পি কে রাজা।

গন্ডাছড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল ভৌমিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।