ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ৮, ২০১৭
ত্রিপুরার কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে

আগরতলা: ত্রিপুরা সরকার রাজ্যের সকল স্তরের কর্মচারী ও পেনশন ভোগীদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রাজ্য সরকার ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি ৫৫ দিন সময় নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে।

কমিটির রিপোর্ট বৃহস্পতিবার (৮ জুন) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়েছে। এখন মন্ত্রিসভার সদস্যরা এই রিপোর্টের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন ও পরবর্তী সময় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হবেন।

 

মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা। এ বিষয়ে দ্রুত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।