ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বেতন-ভাতা বাড়লো ত্রিপুরার সরকারি চাকরিজীবীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
বেতন-ভাতা বাড়লো ত্রিপুরার সরকারি চাকরিজীবীদের মহাকরণে সংবাদ সম্মেলনে মন্ত্রী ভানু লাল সাহা/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। রাজ্য সরকারের পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটির প্রস্তাবিত রিপোর্ট অনুযায়ী সরকার ২ দশমিক ২৫ হারে বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা মহাকরণে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, ২০১৭ সালের এপ্রিল মাস থেকে হিস‍াব করে এ বর্ধিত বেতন-ভাতা দেওয়া হবে।

এদিন সংবাদ সম্মেলনে মন্ত্রী ছাড়াও অর্থ দফতরের প্রধান সচিব এম নাগারাজুও উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার এ সিদ্ধান্তে স্বাভাবতই খুশির হাওয়া রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্তরাও।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।