ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
আগরতলায় নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ ২ লাখ ৫২ হাজার ৩শ’ ৮টি কফ সিরাপ ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১৪ জুন) ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে ২০১৫ থেকে ২০১৭ সালের বিভিন্ন সময় জব্দকৃত এসব কফ সিরাপ আগরতলার হাপানীয়া এলাকার ডাম্পিং গ্রাউন্ডে ধ্বংস করা হয়।

ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতের সব রাজ্যে ফেনসিডিল, এসকফসহ আরও কিছু কফ সিরাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।

 

এ কফ সিরাপগুলি বাংলাদেশে পাচার হয় নেশাদ্রব্য হিসেবে। তাই বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে।  

তারপরও এক শ্রেণির পাচারকারী সিরাপগুলি অবৈধ উপায়ে ভারতের অন্য অঞ্চল থেকে ত্রিপুরায় নিয়ে যায় বাংলাদেশে পাচারের জন্য। প্রায়ই পাচারকারীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)  হাতে ধরা পড়ছে।  

জব্দকৃত এসব সামগ্রী আবগারী দফতরের মাধ্যমে আদালতের তদারকিতে সিলগালা অবস্থায় সংরক্ষিত থাকে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এসসিএন/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।