ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাঁশের শলায় ঘুরছে জীবনের চাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বাঁশের শলায় ঘুরছে জীবনের চাকা বাঁশের শলায় ঘুরছে জীবনের চাকা

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত দ্বারিকাপুরের কাছারীটিলা এলাকা। এ এলঅকায় যাওয়ার পথে অনেকখানি দূর থেকে বাঁশ কাটার শব্দ শুনতে পাওয়া যায়। পাড়ায় প্রবেশ করার প্রতিটি বাড়িতে বাঁশের নানা আকারের টুকরো নজরে পড়ে।

কাছারীটিলায় প্রায় ১২-পরিবার লোকের বসবাস। প্রতিটি পরিবারই বাঁশ থেকে ধূপকাঠির শলা তৈরির কাজের সঙ্গে যুক্ত।

এই এলাকার নাম কি করে কাছারীপাড়া হল তা কেউ বলতে পারেননি। তবে প্রতিটি  বাড়ির সব সদস্যই যে শলা তৈরির কাজে অতিশয় পটু তা জানালেন। এই পরিবারগুলিতে ছোট বড় মিলিয়ে তিন থেকে ৬জন পর্যন্ত সদস্য রয়েছেন। এরা সকলেই বাঁশ থেকে শলা তৈরির কাজ জানেন।

ত্রিপুরা বাঁশের জন্য বিখ্যাত। রাজ্যে প্রায় ১৯ প্রজাতির বাঁশ পাওয়া যায়। তবে মুলি, বেতু ইত্যাদি বিশেষ কিছু প্রজাতির বাঁশ থেকেই শলা তৈরি হয় বলে জানান শ্যামল দাস নামে এক ব্যক্তি। স্বামী-স্ত্রী ও দুই সন্তান মিলে চারজনের পরিবার। ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্বামী-স্ত্রীর পাশাপাশি পড়াশুনার ফাঁকে তারাও শলা তৈরির কাজে হাত লাগায়।
বাঁশের শলায় ঘুরছে জীবনের চাকা
তিনি আরো জানান, তারা এক একটি বাঁশ ২৬ থেকে ৩০ রুপি দিয়ে কিনে আনেন। এক একটি বাঁশ থেকে প্রায় ৩ থেকে সাড়ে তিন কেজি শলা তৈরি হয়। প্রতি কেজি শলা বিক্রি করা হয় ১৫ রুপি করে। এই শলা চলে যায় কর্ণাটক রাজ্যে যেখানে দেশের (ভারতের) সব চেয়ে বেশি ধূপকাঠি তৈরি হয়। অন্ধ্রপ্রদেশ থেকে যে সকল ট্রাক মাছ নিয়ে রাজ্যে আসে, সেসব ট্রাক ফেরার সময় বাঁশের শলা নিয়ে যায়।

আরো এক ব্যক্তি বিজয় দাস জানান, বাঁশ কিনে আনার পর গাঁটগুলি বাদ দিয়ে একটি বাঁশগুলি কাটতে হয়। তারপর বাঁশ গুলি ফালি করে ভেতরের নরম অংশ ফেলে শলা তৈরি করতে হয়। সব ক’টি শলার আকার এক হতে হবে। নইলে শলাগুলিকে বাতিল করে দেবে ক্রেতারা। শলা তৈরির জন্য রীতিমত প্রশিক্ষণ নিতে হয় বলেও জানান বিজয়।

তবে বাঁশের কোনো অংশই ফেলার নয়। বাঁশের পরিত্যক্ত গিট ও ভেতরের নরম অংশ নিজেদের রান্নাবান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
বাঁশের শলায় ঘুরছে জীবনের চাকা
বাঁশের শলা তৈরির পাশাপাশি তারা গ্রামীণ রোজগার যোজনার মত প্রকল্পেও কাজ করে থাকেন বলে জানান।

বাড়ির গৃহস্থালী কাজের ফাঁকে ফাঁকে মহিলারাও শলা তৈরির কাজ করে থাকেন। এতে তাদের হাতে টাকা আসে। এ দিয়ে নিজেদের সংসার চালানোর সহায়তা করা যায়। এছাড়াও নিজেদের বিভিন্ন চাহিদাও মেটানো যায়। এছাড়া ছেলেমেয়েদের অনেক প্রয়োজন মেটানো যায়।

কল্যাণপুরের পাশাপাশি রাজ্যের তেলিয়ামুড়া, সীমনা, কুমারঘাট, পেঁচারতল, কাঞ্চনপুর ইত্যাদি এলাকায় প্রচুর বাঁশের শলা তৈরি হয়। মূলত রাজ্যের গ্রামীণ এলাকায় কিছু মানুষ মূল পেশা হিসেবে এবং কেউ কেউ বাড়তি আয়ের উৎস হিসেবে অন্য কাজের অবসরে এই শলা তৈরির কাজ করে থাকেন।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসসিএন/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।