ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জিএসটি পাস উপলক্ষে আগরতলায় আনন্দ উল্লাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৭

আগরতলা: সারা ভারতজুড়ে চালু হল জিএসটি আইন। আইন পাস উপলক্ষে শুক্রবার (৩০ জুন)  দিবাগত রাত ১২টায় ভারতের রাজধানী দিল্লির পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় বসে বিশেষ অধিবেশন।

ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ও বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চাও।

এ দিন স্থানীয় সময় রাত ১১টা থেকে রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার দলের প্রদেশ কমিটির কার্যালয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

যুবমোর্চার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে প্রজেক্টার ও বিশাল স্ক্রিন লাগিয়ে দিল্লির পার্লামেন্টের জিএসটি সংক্রান্ত বিশেষ অধিবেশন প্রত্যক্ষ করেন।
ঘড়িতে ১২টা বাজতেই সকল কর্মী সমর্থকরা অফিসের সামনের রাস্তায় নেমে আসেন।

এই আইন চালু করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ মন্ত্রিসভার সব সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় যুব মোর্চার তরফে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।