ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় রেশন ডিলারদের গণ অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
আগরতলায় রেশন ডিলারদের গণ অবস্থান  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রেশন বাঁচাও, রুজি বাঁচাও – দিল্লি চলো; এই আহ্বানে আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করছে ত্রিপুরার ফেয়ার প্রাইস সোপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সপ ডিলার্স ফেডারেশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচিতে সমর্থন জানিয়ে সোমবার (০৩ জুলাই) ত্রিপুরায় এ গণঅবস্থান পালিত হচ্ছে।  

ফেডারেশনের ডাকে আগামী ১৮ জুলাই ভারত বর্ষে একদিনের রেশন ধর্মঘট পালিত হবে।

আর ৭ দফা দাবিতে ভারতের রাজধানী দিল্লির রামলিলা ময়দানে সমাবেশ করবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সোপ ডিলার্স ফেডারেশন।  

স্থানীয় সময় বেলা ১১টা থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হওয়া ওই গণ অবস্থান কর্মসূচিতে সোসাইটির সদস্যরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন। টানা দুই ঘণ্টা এ কর্মসূচিতে অংশ নেবেন তারা।  

ফেডারেশনের ৭ দফার মধ্যে ১৪টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন সপের মাধ্যমে সরবরাহ করা, দেশের মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনা, রেশন সংক্রান্ত সব ডিলারদের সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করা উল্লেখযোগ্য।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।