ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পৃথক তিপ্রাল্যান্ড দাবির প্রতিবাদে ত্রিপুরায় কনভেনশন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
পৃথক তিপ্রাল্যান্ড দাবির প্রতিবাদে ত্রিপুরায় কনভেনশন  কনভেনশনে অতিথিরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার এডিসি এলাকা নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রার (আইপিএফটি) সড়ক অবরোধ কর্মসূচির প্রতিবাদে বামফ্রন্ট সমর্থিত বিভিন্ন সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

পৃথক রাজ্যের দা‍বির প্রতিবাদ জানিয়ে সোমবার (৩ জুলাই) খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় এক যৌথ কনভেনশনের আয়োজন কর‍া হয়। ত্রিপুরা গণমুক্তি পরিষদ, আদিবাসী যুব সংগঠন ও আদিবাসী ছাত্র পরিষদ এ কনভেনশনের আয়োজন করে।

কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গণমুক্তি পরিষদের সভাপতি ও রাজ্যের সমবায় দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। তিনি বলেন, জনগণ রাজ্য ভাগের এই চক্রান্ত মেনে নেবে না। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ রাজ্যের ৬০টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করে এই চক্রান্তের জবাব দেবে।

কনভেনশনে তিনটি সংগঠনের রাজ্য স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আগামী ১০ জুলাই থেকে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় অনির্দিষ্টকালের জন্য ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে আইপিএফটি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।