ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সোমবার থেকে অনির্দিষ্টকালের বন্‌ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
ত্রিপুরায় সোমবার থেকে অনির্দিষ্টকালের বন্‌ধ বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরায় সতর্ক‍াবস্থা জারি

আগরতলা: ত্রিপুরার এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবীতে সোমবার (১০ জুলাই) থেকে সড়ক ও রেলপথ অনিদিষ্টকালের জন্য বন্‌ধ ঘোষণা দিয়েছে রাজনৈতির দল আই পি এফ টি'র এন সি দেববর্মা গোষ্ঠী।

তারা রাজ্যের আঠারো মুড়াপাহাড়ের খামতিংবাড়ী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আর রাজ্যের নিরাপত্তার কথা চিন্তা করে খামতিংবাড়ী এলাকায় প্রচুর সংখ্যক টি এস আর বাহিনী, আধা সামরিক ও পুলিশ বাহিনী রোববার (০৯ জুলাই) থেকেই মোতায়েন করেছে সরকার।

সেই সঙ্গে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।  

প্রশাসন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।
এদিকে ত্রিপুরা সরকারও বন্ধ প্রত্যাহার করার জন্য আই পি এফ টি'র প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে অবরোধের জন্য আই পি এফ টিও বন্ধের জন্য ব্যপক প্রস্ততি নিচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা এসে ভিড় করতে শুরু করেছেন খামতিংবাড়ী এলাকায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।