ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চা-ওয়ালা প্রধানমন্ত্রীর পর পান দোকানি রাষ্ট্রপতি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
 চা-ওয়ালা প্রধানমন্ত্রীর পর পান দোকানি রাষ্ট্রপতি! প্রেসিডেন্ট প্রার্থী রাজু দাস (মোবাইল হাতে)

আগরতলা: চা বিক্রেতা প্রধানমন্ত্রীর পর কি এবার পান বিক্রেতা রাষ্ট্রপতি পেতে চলছে ভারতবর্ষ? এখন এটাই দেশব্যাপী গুঞ্জনের বিষয়বস্তু হয়ে উঠেছে।

আগামী ১৭ জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন অাসাম রাজ্যের বরাক ভ্যালির হাইলাকান্তি শহরের রাজু দাস।

 

রাজু পেশায় পান দোকানি, পাঁচগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে তার একটি ছোট পানের দোকান রয়েছে। এরমধ্যে রাজু দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে এসেছেন। ৩৭ বছরের রাজু দাস উত্তরপূর্ব ভারত থেকে একমাত্র রাষ্ট্রপতি পদপ্রার্থী।  

হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার ইচ্ছে মনে এলো কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশবাসীর ধারণা রাষ্ট্রপতি হতে হলে হাই প্রোফাইল ব্যক্তি হতে হয়। সাধারণ মানুষের ধারণা যে ভুল তা বুঝিয়ে দিতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছি।

এর আগেও তিনি স্থানীয় স্তরের নির্বাচনে নির্দলীয় প্রার্থী হয়ে ভোটে মনোনয়ন দাখিল করেছিলেন। যদিও জয়লাভ করতে পারেননি।  

তবে সাধারণ জনগণের কাছে তার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসসিএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।