ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার জঙ্গলে ফের নারী মরদেহ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ত্রিপুরার জঙ্গলে ফের নারী মরদেহ 

আগরতলা: ত্রিপুরার জঙ্গল থেকে আবারও অজ্ঞাতপরিচয় এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

মনুঘাট এলাকার জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় নারীর মরদেহ উদ্ধার হয়।

তার মুখে রক্তের দাগ রয়েছে। মরদেহের পাশে থাবা ( পিঠে করে পণ্য নিয়ে যাওয়‍ার জন্য বাঁশের তৈরি পাত্র) পাওয়া যায়। ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড় ভাঙ‍া দেখে প্রত্যক্ষদর্শীরা অজ্ঞাত নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন।

মনুঘাট থানার ডিউটি অফিসার বঙ্কু কর্মকার বাংলানিউজকে বলেন, পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।