ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় গুদামে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আগরতলায় গুদামে ভয়াবহ আগুন আগরতলায় গুদামে ভয়াবহ আগুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানীর আগরতলার বাধারঘাট এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুলাই) দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের পর থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

তবে মঙ্গলবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস জানায়, ওই গুদামে আগুন লাগ‍ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

তবে এর আগেই গুদামের আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ত্রুমেই গুদামের আগুন ছড়িয়ে পড়ছে। এখন গুদামের আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ছে‍য়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গ‍ুদামগুলোতে ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।