ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিপুল পরিমাণ মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আগরতলায় বিপুল পরিমাণ মাদক জব্দ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য

আগরতলা: আগরতলার দশমীঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার রুপির নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ত্রিপুরা পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মোট ৬৫ প্যাটি (বান্ডেল) নিষিদ্ধ কোরেক্স কফ সিরাপ জব্দ করা হয়।

প্রতি প্যাটিতে মোট ১৪০টি করে কফ সিরাপের বোতল রয়েছে। এ সময় বিপুল পরিমাণ নেশার ট্যাবলেটও জব্দ হয়। তবে ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দ মাদকদ্রব্যগুলো ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম শহরের সুব্রত দাস নামে এক ব্যবসায়ীর নামে আগরতলায় এসেছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১১,২০১৭
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।