ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ম্যালেরিয়ায় ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ত্রিপুরায় ম্যালেরিয়ায় ভাই-বোনের মৃত্যু এলাকায় স্বাস্থ্য শিবির বসানো হয়েছে।

আগরতলা: ম্যালেরিয়ায় ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমার ঘণ্টাছড়া এলাকার মলসুম পাড়ায় ভাই-বোনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলো-ওই এলাকার তরুণ চন্দ্র মলসুমের মেয়ে টুংকেল মলসুম (৭) ও ছেলে তনেজা মলসুম (৩)।  

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় টুংকেল ও তনেজা।

কিন্তু দিনমজুর তরুণ অর্থের অভাবে ছেলে-মেয়ের সুচিকিৎসা করাতে পারেননি। রোগে ভুগে অবশেষে শুক্রবার শিশু দু’টি মৃত্যুবরণ করে।

এদিকে, শিশু দু’টির মৃত্যুর খবর পেয়ে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মলসুম পাড়ায় ছুটে আসেন স্বাস্থ্য দফতরের মুখ্য আধিকারিক সঞ্জয় বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই এলাকায় আরো অনেক মানুষ জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে অনেকের শরীরে ম্যালেরিয়ার জীবানু থাকতে পারে। তাই তড়িঘড়ি এলাকায় স্বাস্থ্য শিবির বসানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এসসিএন/এমএফআই/ এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।