ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করেছে প্রদেশ বিজেপি'র নারী মোর্চার সদস্যরা।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে বিজেপি'র মণ্ডল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের পর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।  

এখন ত্রিপুরা রাজ্যে প্রতিদিনই নারী সংক্রান্ত অপরাধ সংগঠিত হচ্ছে।

এ এক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় চারজন নারীকে গণধর্ষণের পর খুন করা হয়। এদের মধ্যে বিজেপি’র কর্মী ও সমর্থকদের পরিবারের সদস্য রয়েছেন।  

রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হওয়ায় নারী মোর্চার সদস্যরা তার কুশপুতুল দাহ করেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী মোর্চার নেত্রী মলিনা দেবনাথ, মিত্রা সরকার প্রমুখ।

নারী মোর্চার সদস্যরা প্রথমে পদ্মপুর এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এরপর নেতাজী মূর্তির পাদদেশে এসে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করেন তারা।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭

এসসিএন/এমএফআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।