ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মনসা মঙ্গল ও পুঁথি পাঁচালি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
আগরতলায় মনসা মঙ্গল ও পুঁথি পাঁচালি উৎসব আগরতলায় মনসা মঙ্গল ও পুঁথি পাঁচালি উৎসব

আগরতলা: ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আগরতলার আড়ালিয়া এলাকার অনুষ্ঠিত হলো মনসা মঙ্গল ও পুঁথি পাঁচালি উৎসব।

প্রিয় লাল স্মৃতি ভবনে আয়োজিত এ উৎসবের সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনি এই উৎসবের সূচনা করেন।

 

উৎসবের উদ্বোধনীতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, পুঁথি পাঁচালি, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল পাঠ এখনও বাংলায় জনপ্রিয়। প্রাচীন কাল থেকে এই উৎসব চলে আসছে।  

উৎসবে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, আখরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, দুই পরপারিষদ বিপদ বন্ধু ঋষি দাস ও সুশান্ত দাস, তথ্য ও সংস্কৃতি দফতরের যুগ্ম অধিকর্তা দীনেশ দেবনাথ প্রমুখ।  

এদিন উৎসবে বিভিন্ন এলাকার মোট ১৭টি দল অংশ নিয়েছিলো।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।