ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আগরতলায় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আগরতলায় সভা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আগরতলায় সভা

আগরতলা: ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে আগরতলায় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়।

অভিনন্দন সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বি জে পি'র এস সি মোর্চা।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বি জে পি'র এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর,  দলের এস সি মোর্চার ত্রিপুরা রাজ্যের অভজারভার শ্রুতি বঙ্গারু, ত্রিপুরা প্রদেশ বি জে পি সভাপতি বিপ্লব কুমার দেব, এস সি মোর্চার নেত্রী মিত্রা সরকার প্রমুখ।

সভায় দলের সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর বলের- ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের মিলিঝুলি সরকার চলছে যা সাধারণ মানুষের জন্য কোন কাজ করছেনা। অপর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে।

সভায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এস সি মোর্চার সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসসিএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।