ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অবশেষে নিজ বাড়িতেই পাওয়া গেলো অপহৃতাকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
অবশেষে নিজ বাড়িতেই পাওয়া গেলো অপহৃতাকে নিজ বাড়িতেই পুলিশের সঙ্গে অপহৃতা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত বোজংনগরে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের একদিন পর নিজ বাড়িতেই স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে ওই নারীকে।

মঙ্গলবার (০১ আগস্ট) ধলাই জেলার অন্তর্গত রইশ্যাবাড়ি এলাকার নিজ বাড়িতে ওই নারীকে ‍পাওয়া গেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পুলিশের ডিআইজি অরিন্দম নাথ।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছে সে সুস্থ ও স্বাভ‍াবিক রয়েছেন, তাকে কেউ অপহরণ করেনি।

এরআগে সোমবার (৩১ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত বোজংনগর থেকে দুবৃর্ত্তরা স্বামীকে মারধর করে স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

এমন খবর ছড়িয়ে পড়লে রাতেই একদল মানুষ বোজংনগর থানার সামনে বিক্ষোভ-মিছিল শুরু করে।

পরে মঙ্গলবার সকালেও বিক্ষোভ-মিছিল করেন তারা। এক পর্যায়ে নিরাপত্তার কাজে নিযুক্ত থাকা পুলিশ ও টিএসআর বাহিনীর সদস্যদের ওপর হামলা, থানায় ভাংচুর ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

খবর পেয়ে পুলিশের ডিআইজি অরিন্দম নাথ, পশ্চিম জেলার ডিএম মিলিন্দ রামটেক, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষীসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছুটে আসেন ঘটনাস্থলে।

পরে পুলিশের আন্দোলনকারীরা ওপর লাঠিচার্জ কররে তারা ছত্রভঙ হয়ে যায় । এরপর ওই এলাকায় ১৪৪ ধারা জারি কর‍া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসসিএন/ওএইচ/

**
অপহরণকে কেন্দ্র করে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।