ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

খোয়াই জেলা পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
খোয়াই জেলা পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার খোয়াই জেলা পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলী পঞ্চায়েতের ছনখলা গ্রামের একটি পুকুর থেকে প্রদীপ সরকার (৪২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০২ আগস্ট) সকালে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠায়।

কল্যাণপুর থানার উপ-পরির্দশক (এসআই) ধ্রুবজ্যুতি মজুমদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ আগস্ট) সকালে জমিতে চাষের কাজে বের হয়ে আর বাড়িতে ফেরেনি প্রদীপ সরকার। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে এলাকার লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পেয়ে পুলিশে খবর দেয়।

প্রদীপ সরকার প্রতিদিনই মদপান করতো এবং অত্যধিক মদ্যপানের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানায় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।