ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নিয়মিতকরণের দাবিতে এসএসএ শিক্ষকদের আমরণ অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
নিয়মিতকরণের দাবিতে এসএসএ শিক্ষকদের আমরণ অনশন নিয়মিতকরণের দাবিতে এসএসএ শিক্ষকদের আমরণ অনশন

আগরতলা: সরকারি কাগজপত্রে লিখিত ঘোষণা অনুযায়ী এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে এবার আমরণ অনশনে করছে ত্রিপুরা এসএসএ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মঙ্গলবার (০১ আগস্ট) রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় শুরু হওয়া আমরণ অনশণ কর্মসূচি, বুধবার (০২ আগস্ট) পর্যন্ত রাজ্য সরকারের কোনো আধিকারিক দেখা করতে আসেনি বলেও অভিযোগ আন্দোলনকারীরা।

সংগঠনের সম্পাদক বাস্তব দেববর্মা বলেন, ত্রিপুরা সরকার সর্ব শিক্ষা অভিযান প্রকল্পের (এসএসএ) শিক্ষকদের কাগজপত্রে ২০১০-১১ অর্থবছর থেকে নিয়মিত বলে ঘোষণা করেছে।

কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দফতর এসএসএ শিক্ষকদের এই সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না।

তিনি বলেন, শুধু নিয়মিত করাই নয়, বেতন কাঠামো, ট্রেনিংসহ নানা বিষয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে।

এখন একটাই দাবি এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণ করতে হবে বলে জানান সম্পাদক দেববর্মা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।