ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপিতে যোগ দিচ্ছেন ত্রিপুরার ৬ বিধায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
বিজেপিতে যোগ দিচ্ছেন ত্রিপুরার ৬ বিধায়ক

আগরতলা: অবশেষে এক বছরের মাথায় ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে নিচ্ছেন তৃণমূল থেকে সম্পর্ক ছিন্ন করা ত্রিপুরা রাজ্যের ছয় বিধায়ক।

আগামী ৭ই আগস্ট (সোমবার) রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একসভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস দলের ৬ বিধায়ক।  

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, আসামের অর্থ দফতরের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব, অবজারভার সুনীল দেওধর প্রমুখ।

 

বুধবার (০২ আগস্ট) বিকেলে রাজধানী দিল্লিতে অবস্থিত বিজেপির সভাপতি অমিত শাহর বাসভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ওই ৬ বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, বিপ্লব কুমার দেব, সুনীল দেওধর।

রাতে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির অফিস সম্পাদক স্বপন অধিকারী সংবাদ মাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে ৬ বিধায়কের নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।