ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ব্লকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
ত্রিপুরায় ব্লকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ত্রিপুরায় ব্লকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলায় ৬৩ জন অসহায় দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

দক্ষিণ জেলার অন্তর্গত জোলাইবাড়ী আর ডি ব্লকের উদ্যোগে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে প্রায় ৪ লাখ ২৫ হাজার ২৫০ রুপি ব্যয়ে দরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ব্লক আধিকারিক সুভাস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিপালী নন্দী, ভাইস চেয়ারম্যান দয়াল গুহ ও অন্যান্য কর্মকর্তারা।

এ সেলাই মেশিন দিয়ে অর্থ উপার্জন করে ভবিষ্যতে তারা সকলে স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদব্যক্ত করেন উপস্থিত অতিথিদের অনেকে।

তারা বলেন, সেলাই মেশিন হাতে পেয়ে সবাই আনন্দিত। তারা সেলাই এর কাজ শিখেছিল কিন্তু অর্থের অভাবে সেলাই মেশিন কেনা হয়নি। জোলাইবাড়ী ব্লক আধিকারিক তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ায় সকলেই আনন্দিত।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।