ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মোটর শ্রমিকদের সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
আগরতলায় মোটর শ্রমিকদের সম্মেলন শুরু

আগরতলা: ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ১১তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে আগরতলায়। দু’দিন এ সম্মেলন রোববার (০৬ আগস্ট) থেকে শুরু হয়েছে আগরতলা টাউন হলে।
 

সম্মেলন উপলক্ষে এদিন বিকেলে টাউন হলের সামনের রাস্তায় সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য থেকে পলিটব্যুরোর একমাত্র সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের বর্তমান বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন।
 
মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন সমাবেশে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজ্য সরকারের পরিবহন দফতরের মন্ত্রী তথা সিট’র ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক দে, সিট’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত, সিপিআই (এম) নেতা তথা আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।  

সম্মেলনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।