ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

লাফিকুল হত্যাকারীদের বিচারের দাবিতে আগরতলায় গণঅবস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
লাফিকুল হত্যাকারীদের বিচারের দাবিতে আগরতলায় গণঅবস্থান লাফিকুল হত্যাকারীদের বিচারের দাবিতে আগরতলায় গণঅবস্থান-ছবি: বাংলানিউজ

আগরতলা: আসাম রাজ্যের ছাত্রনেতা লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারীদের শাস্তির দাবিতে আগরতলায় গণঅবস্থান করেছে আসাম-ত্রিপুরা ডেমোক্রেটিক কো-অর্ডিনেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টার।

মঙ্গলবার (০৮ আগস্ট) আগরতলার দূর্গাবাড়ী এলাকায় এ কর্মসূচি পালন করেন ওই কমিটির সদস্যরা।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, নিহত ছাত্রনেতার পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া  ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরির দাবি জানানো হয় গণঅবস্থানে।

ভারতের প্রধানমন্ত্রী ও আসাম রাজ্যের রাজ্যপালের কাছে পাঠাতে এসব দাবি সম্বলিত স্মারকলিপি পরে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে হস্তান্তর করা হয়।

আগামী দিনে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের আহ্বায়ক প্রবীণ সিংহ। লাফিকুল হত্যা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেও অভিযোগ করেন ওই সংগঠনের নেতারা। গত ০১ আগস্ট আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলায় ওই ছাত্রনেতাকে গুলি করে হত্যা করেন দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।