ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিশ্ব জনজাতি দিবসে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিশ্ব জনজাতি দিবসে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব জনজাতি দিবসে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা-ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় বিশ্ব জনজাতি দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগষ্ট)  জয়েন্ট একশন কমিটি অব সিভিল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন জনজাতি অংশের নানা বয়সী নর-িনারী নিজেদের চিরাচরিত পোশাক ও অলঙ্কার পরে সামিল হন।
এছাড়া ত্রিপুরার রাজধানী শহরে একদিনের এক মেলার আয়োজন করা হয়।

মেলায় জনজাতিদের প্রথাগত খাবার চিকেন ভর্তা, বুবুক, গোদক, বাঙ্গই, বাঁশের চোঙ্গার ভেতর রান্না করা মাংস ইত্যাদি খাবারের পসরা বসে।

জানা গেছে, মিছিলটি রাজধানীর সুপারি বাগান এলাকার দশরথদেব স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দশরথদেব ভবনের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসসিএন/এসআইজে/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।