ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ইটভাটায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ইটভাটায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা

আগরতলা: ইটভাটায় কী করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা যায় সে ব্যাপারে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাময়িক দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মিহির দেব, সেন্টার ফর এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনের সদস্য আরতী পান্ডে, ইনস্টিটিউট অব র‌্যুরাল টেকনোলজি'র সদস্য ড. এস পি গণচৌধুরী প্রমুখ।

এতে রাজ্যের বিভিন্ন এলাকার প্রায় সব ইটভাটার মালিকেরা উপস্থিত ছিলেন।

 

সেন্টার ফর এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন এবং ইনস্টিটিউট অব র‌্যুরাল টেকনোলজির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসসিএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।