ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় শুরু ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
আগরতলায় শুরু ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হয়েছে "ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব"। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুই দিনের এই উৎসবের সূচনা করেন রাজ্য মুখ্যমন্ত্রী মানিক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা মৌলবাদী সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানিক সরকার।

শ্রুতির উদ্যোগে আয়োজিত এই আবৃত্তি উৎসবে ত্রিপুরা ও বাংলাদেশের বাচিক শিল্পীরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে রাজ্যের বিভিন্ন বয়সী শিল্পীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।