ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চোরাইপণ্য নিয়ে নারীসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আগরতলায় চোরাইপণ্য নিয়ে নারীসহ আটক ৩

আগরতলা: স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপসহ বেশ কিছু চোরাইপণ্য নিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আগরতলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সফিক মিঞা, রমজান মিঞা এবং সোমা বেগম। পশ্চিম আগরতলা থানা এবং বটতলা ফাঁড়ি থানা  এ অভিযান চালায়।

এসময় পাশাপাশি ৩টি বাড়ি থেকে প্রচুর পরিমাণ স্বর্ণ ও রৌপ্য, মোবাইল ফোন, একাধিক ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, বিভিন্ন দেশের নোট জব্দ করা হয়।  

এসডিপিও অশোক সিনহা জানান, ধারণা করা হচ্ছে রাজধানীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি করা সামগ্রী এখানে এনে জড়ো করতো ও পরবর্তী সময় এগুলো বিক্রি করা হতো। মোট কত মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না আটকদের সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা চলছে।

জব্দকরা সামগ্রীগুলো পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।