ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

একদিনের সফরে ত্রিপুরা আদিবাসী উন্নয়ন মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
একদিনের সফরে ত্রিপুরা আদিবাসী উন্নয়ন মন্ত্রী একদিনের সফরে ত্রিপুরা আদিবাসী উন্নয়ন মন্ত্রী

আগরতলা: এক দিনের সফরে ত্রিপুরা আসলেন ভারত সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জুয়েল অরাম। 

সোমবার (২৮ আগষ্ট) সকালে প্লেনে করে তিনি দিল্লি থেকে আগরতলায় আসেন। বিমান বন্দর থেকে তিনি আগরতরা রাজ্য অতিথিশালায় চলে আসেন।


 
তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিজেপি’র ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, দলের ত্রিপুরা রাজ্যের অভজারভার সুনীল দেওধর।

রাজ্য অতিথিশালায় পৌঁছে তিনি আগরতলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে দলের সভাপতি, অভজারভার সহ দলের ত্রিপুরা প্রদেশ কমিটির আদিবাসী মোর্চার সভাপতি জিষনু দেববর্মা এবং বিভিন্ন জনজাতি সমাজের বিভিন্ন নেতারাও উপস্থিত রয়েছেন।
 
এরপর তিনি ত্রিপুরা সরকারের আদিবাসী কল্যাণ দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ও বৈঠক শেষে মন্ত্রী হেলিকপ্টারে করে ধলাই জেলার ছৈলেংটা এলাকায় একটি জনসভায় যোগ দেবেনে। সভা শেষে আবার আগরতলায় ফিরে এসে বি জে পি'র প্রদেশ কমিটির অফিসে যাবেন ও সব শেষে তিনি রাতের প্লেনে দিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।