ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গরুতে জমজামাট ত্রিপুরার পশুর হাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
গরুতে জমজামাট ত্রিপুরার পশুর হাট গরুতে জমজামাট ত্রিপুরার পশুর হাট, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ঈদুল আজহা উপলক্ষে ত্রিপুরার সিপাহীজলার বক্সনগর স্টেডিয়ামে বসেছে বড় কোরবানির পশুর হাট।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে শুরু হয়েছে হাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্য পশু বিক্রি। হাট ঘুরে দেখা গেছে শেষ মুহূর্তের কেনা-বেচায় হাটে তিল ধারণের ঠাঁই নেই।

পশু বেশি হওয়ায় কানায় কানায় ক্রেতাও বেড়ে গেছে। গরুতে জমজামাট ত্রিপুরার পশুর হাট, ছবি: বাংলানিউজহাটে গরু কিনতে আসা আবু খবির বাংলানিউজকে জানান, হাটে গরুর সংখ্যা সবচেয়ে বেশি। তিনি দরদাম করে একটি গরু কিনেছেন এক লাখ ২০ রুপিতে।

ওই হাটে কয়েকজন পশু বিক্রেতার সঙ্গে কথা বাংলানিউজের। তারা জানান, গরুসহ অন্য পশুর ক্রেতাদের মূল্য সাধ্যের নাগালে। তাই বিক্রিও ভালো হওয়া তারা বেশ খুশি।

এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপির বক্সনগর মন্ডল কমিটি থেকে পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতার জন্য হাটে একটি অস্থায়ী বুথ খ‍ুলেছে।

দলের স্বেচ্ছাসেবকরা হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের পানি ও শরবত খাওয়াচ্ছেন। একই সঙ্গে ঈদের আগাম ঈদের শুভেচ্ছাও জানাচ্ছে বিজেপি দলের তরফ থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।