ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
ত্রিপুরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাক জব্দ ত্রিপুরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাক জব্দ

আগরতলা: অন্য রাজ্য থেকে ত্রিপুরা আসার পথে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিলসহ  একটি ট্রাক জব্দ করেছে সেন্ট্রার রিজার্ভ পুলিশ (সিআরপিএফ) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে ধলাই জেলার জিওলছড়া সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক থেকে ট্রাকটি জব্দ করা হয়।

‘জেকে-০২ এডব্লউ-৪৮৬৭’ নম্বরের একটি ট্রাকে তল্লশি চালিয়ে ৫৩ হাজার ৬শ’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সিআইপিএফ'র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ধনরাজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসাম রাজ্যের গৌহাটি থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিলের একটি বড় চালান আসছে। বৃহস্পতিবার ভোরে ধলাই জেলার জিওলছড়া সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়কে চলাচলকারী গাড়িতে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী।  

এ সময় ‘জেকে-০২ এডব্লউ-৪৮৬৭’ নম্বরের একটি ট্রাকে তল্লশি চালিয়ে মোট ৫৩ হাজার ৬শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার বাজার মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার রুপি।  

ফেনসিডিল বহনকারী ট্রাকটি আটক করা গেলেও তার চালক পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাবাহিনী ট্রাকটিকে ক্যাম্পে নিয়ে গেছে বলেও জানান সিআইপিএফ'র এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।